একদিকে দিঘায় রথযাত্রা নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে ধর্ষণকাণ্ডে ফুঁসছে শহর কলকাতা। গত বুধবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের (Kasba Rape Case) শিকার হন এক আইনের ছাত্রী। এই ঘটনা সামনে আসতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার রাতের মধ্যে মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করা হলেও বিক্ষোভ অব্যাহত কলকাতার বিভিন্ন প্রান্তে। শুক্রবার কলেজ চত্বরে বিক্ষোভ দেখান কলেজের পড়ুয়ারা। অন্যদিকে কসবা থানা ঘেরাও করে প্রতিবাদ দেখান কংগ্রেস ও বিজেপির নেতা কর্মীরা।

প্রতিবাদ কসবা থানা এলাকায়

জানা যাচ্ছে, এদিন বিকেলে কসবা থানার সামনে শুয়ে পড়ে প্রতিবাদ দেখান প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা। অন্যদিকে কসবা থানার গেটের সামনে রাকেশ সিংয়ের নেতৃত্বে প্রতিবাদ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। সবমিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি কসবা চত্বরে। অন্যদিকে কলেজের বাম সমর্থিত ছাত্র সংগঠনের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি। কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। সবমিলিয়ে কসবা চত্বরে বিক্ষোভে জেরে অবরুদ্ধ রাস্তাঘাট।

কসবায় ধর্ষণের ঘটনা

প্রসঙ্গত, গত ২৫ জুন সন্ধ্যে সাড়ে ৭টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ঘটনাটি ঘটে। ওই কলেজেরই এক ছাত্রীকে ডেকে ধর্ষণ করে কলেজের এক প্রাক্তন ছাত্র তথা কর্মী সহ দুই বর্তমান ছাত্র। ওইদিন রাতেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তারপরেই বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার করা হয় তিনজনকে।