কলকাতা, ১ ডিসেম্বর: দশমীর দিন যে সিঁদূর খেলা হয়েছিল, তা ছেলেখেলা নয়। দশমীর দিন সিদূঁর খেলার মাধ্যমে যে প্রতিজ্ঞা নিয়েছিলেন, তার প্রমাণ দিতে তিনি বদ্ধপরিকর। এমনই জানালেন কলকাতার (Kolkata) প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। পাশাপাশি তিনি আরও বলেন, ২ নয়, তিনি ৩ সন্তানের বাবা। সাউদার্ন অ্যাভিনিউয়ের যে বাড়ি রয়েছে, সেখানেই গেলেই তাঁর ৩ সন্তানকে দেখতে পাবেন। সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানি চট্টোপাধ্যায় এবং রিলিনা বন্দ্য়োপাধ্যায়। এই ৩ সন্তানের বাবা তিনি। এমনই জানান শোভন চট্টোপাধ্যায়। প্রসঙ্গত বৈশাখী বন্দ্য়োপাধ্যায়ের সন্তান হল রিলিনা। নিজের ৩ সন্তানের নাম নিতে গিয়ে বৈশাখী কন্যার কথাও উল্লেখ করেন শোভন চট্টোপাধ্যায়।
এসবের পাশাপাশি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে ফের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠেন শোভন চট্টোপাধ্যায়। কেন রত্না তাঁর নামে বার বার কুৎসা করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমনকী তিনি যদি কুলাঙ্গার হন, তাহলে রত্না কেন তাঁর সঙ্গে জোর করে সংসার করতে চাইছেন বলেও প্রশ্ন তোলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক।
চলতি বছর দুর্গা পুজোর দশমীর অনুষ্ঠানে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের (Baisakhi Banerjee) সিঁথিতে সিদূঁর রাঙিয়ে দিতে দেখা যায় শোভন চট্টোপাধ্যায়কে। যা নিয়ে ওই সময় জোর কদমে শোরগোল শুরু হয়ে যায়। বৈশাখী বন্দ্য়োপাধ্যায়কে সিদূঁর পরানোর বিষয়টি যে একেবারেই ছেলেখেলা নয়, তা নিয়ে ফের জোর গলায় দাবি করলেন শোভন চট্টোপাধ্যায়।