কলকাতা, ২৮ জুনঃ কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবার চতুর্থ গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে কলেজের নিরাপত্তারক্ষী গ্রেফতার হয়েছেন। ধর্ষণের ঘটনার অন্যতম সাক্ষী তিনি। নির্যাতিতা তাঁর অভিযোগ পত্রে জানিয়েছেন, কলেজের ওই নিরাপত্তারক্ষী ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন। রক্ষীর ঘরেই ধর্ষণ করা হয়েছে তাঁকে। কিন্তু 'অসহায় সাক্ষী' কলেজের প্রভাবশালী অভিযুক্তদের বিরুদ্ধে কিছু করে উঠতে পারেননি। সাক্ষীকে গার্ডরুমের বাইরে বসিয়ে রেখে ভিতরে চলে ধর্ষণ। নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। তিন অভিযুক্তই তৃণমূলের ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে তৃণমূল (TMC) যোগের তথ্য উঠে আসতেই শাসক দলের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)।
'অসহায়' সাক্ষী নিরাপত্তারক্ষী
গত ২৫ জুন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিতা অভিযোগপত্রে মূল অভিযুক্তকে ‘জে’ নামে চিহ্নিত করেছেন। এছাড়া 'এম’ এবং ‘পি’ নামের আরও দুজনের যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে। তাঁদের বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। তিনজনই গ্রেফতার হয়েছেন।
নির্যাতিতা অভিযোগে জানান, প্রথমে কলেজের ইউনিয়ন রুমে তাঁর সঙ্গে ধ্বস্তাধস্তি করা হয়। এরপর তাঁকে গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন 'জে'। দরজার বাইরে পাহারায় ছিলেন ‘এম’ এবং ‘পি’। ‘অসহায়’ সাক্ষী রক্ষীকেও বসিয়ে রাখা হয়েছে তাঁদের সঙ্গে।
ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ফরেন্সিক নমুনা সংগ্রহ করে এনেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই ঘটনায় কলেজের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে বড় অস্ত্র। কারণ ইউনিয়ন রুমের বাইরেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ-সহ কলেজের অন্যান্য ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।