Crime Scene. (Photo Credits: Twitter)

এবার সম্পত্তির লোভে মাকেই খুন করল ছেলে। শুক্রবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনীতে। মৃত মহিলার নাম মঞ্জু মাহাতো (৬১)। তাঁর দেহ শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে মৃতার ছেলে শ্রীকৃষ্ণ মাহাতো। জানা যাচ্ছে, মাকে খুন করে বাড়ির দলিল নিয়ে পালাতে যাচ্ছিল অভিযুক্ত যুবক। সেই সময় স্থানীয়রাই তাঁকে ধরে ফেলে। তারপর পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।

মানসিক ভারসাম্যহীন মহিলাকে খুন

পুলিশসূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই মহিলা। দীর্ঘদিন ধরেই ওই বাড়ি বিক্রি করতে চাইছিলেন যুবক। এই নিয়ে মায়ের সঙ্গে হামেশাই ঝামেলা হত। এদিন সকালে বাড়িতে এসেছিলেন মঞ্জুদেবীর মেয়ে। তিনি সাফ জানিয়েদেন তাঁর ভাই বাড়ি বিক্রি করতে পারবেন না। এরপরেই তাঁর মেয়ে চলে গেলে মাকে মারধর শুরু করে ছেলে।

পালাতে গিয়ে প্রতিবেশীদের হাতে পাকড়াও অভিযুক্ত

অভিযোগ, এই মারধরের মাঝেই মঞ্জুদেবীর গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করে ছেলে। তারপর দলিল নিয়ে বাড়ি থেকে পালাতে গেলে প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলে। তাঁরাই ঘরে ঢুকে দেখে নিথর অবস্থায় পড়ে রয়েছে প্রৌঢ়ার দেহ। তারপরে তাঁরাই থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।