বাবা-মায়ের শেষ বয়সে সম্বল তাঁদের সন্তান। তবে এই রাজ্যে এমনও কিছু গুনধর ছেলেমেয়ে রয়েছে যাঁরা সেই দায়িত্ব না নিয়ে বৃদ্ধ বাবা বা মাকে স্টেশন, বাসস্টপে ফেলে পালিয়ে যায়। বিগত কয়েক বছরে এমন দৃশ্য বহুবার দেখা গিয়েছে। এবার ফের এমন ঘটনা ঘটল বারুইপুরে (Baruipur)। বাবা-মায়ের হাতে ২০০ টাকা ও মুড়ি-চানাচুরের প্যাকেট ধরিয়ে দিয়ে পালাল ছেলে। দিনকয়েক আগে শিয়ালদহের দক্ষিণ শাখায় বারুইপুর স্টেশন অসুস্থ অবস্থায় গোবিন্দ পুরকাইত (৭৫) এবং তাঁর স্ত্রী কমলা পুরকাইতকে (৬৯) রেখে পালিয়ে যায় তাঁদের ছেলে জয়ন্ত।
চুরি হয়ে যায় টাকা
এরমধ্যে তাঁদের কাছে যেটুকু টাকা ছিল সেটাও চুরি হয়ে যায়। এই অবস্থায় স্টেশনের মেঝেতে শুয়েই কয়েকদিন রাত কাটান দুজনে। বিষয়টি রেল পুলিশ জানতে পেরে দম্পতিকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে বৃদ্ধ আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৭ অগাস্ট, রবিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। তারপরেও মহিলার আশা ছিল বাবার মৃত্যুর খবর পেয়ে মন গলবে ছেলের।
দেখুন ভিডিয়ো
শেষকৃত্যে ফেরেনি ছেলে
কিন্তু বাবার শেষকৃত্যের জন্যেও ফেরেনি ছেলে। সেই কারণে বারুইপুর থানার পুলিশ ও পুরসভার কর্মীদের উপস্থিতিতেই সম্পন্ন হয় শেষকৃত্য। এখন কী করে কাটবে বাকি দিনগুলি, প্রশ্ন বৃদ্ধ মহিলার। পালানোর আগে ছেলে বলেছিল, সে কয়েকদিনের মধ্যেই ফিরবে, আদৌ কী সে আসবে, জানেন না কমলা পুরকাইত।