কলকাতা, ১৪ এপ্রিল: বিগত কয়েকবছরে বিজেপির (BJP) সঙ্গে কৃষকবিরোধী তকমা সেঁটে গিয়েছে। দিল্লিসহ বিভিন্ন প্রান্তে নয়া কৃষিবিলের বিরোধীতায় পথে নেমেছে হাজারো কৃষক। তবে এই তকমা সড়াতে বিজেপি নির্বাচনী ইস্তেহারে কৃষকদের মনরেগা প্রকল্পের কথা ঘোষণা করে। এই প্রকল্পের মাধ্যমে ১০ কোটি কৃষক সুবিধা পাবে বলে দাবিও করা হয়। তবে এই ইস্তেহার নিয়ে সমালোচনা শুরু করে বিরোধীরা।

তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) মতে, "সরকার মোটেও কৃষকদের পাশে নেই। ভোটের আগে দাবি করা হচ্ছে সরকার আবারও ক্ষমতায় এলে নাকি আয় দ্বিগুন হবে। তবে আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই রাজ্যের কৃষকদের আয় বাড়িয়ে দিয়েছে। এই দেশে ধনী পরিবারের ১৪.৫ লক্ষ কোটি টাকার লোন দ্রুত দিয়ে দেওয়া হয়। কিন্তু গরীব চাষিরা ঋণ না পেয়ে আত্মহত্যা করে"।

শশী পাঁজা আরও বলেন, "দেশজুড়ে কৃষকরা যে প্রতিবাদে নেমেছিল সেই নিয়ে কেন্দ্র সরকারের কোনও জবাব নেই। এত কৃষক প্রতিদিন আত্মহত্যা করছে, সেই বিষয়েও নির্বাক সরকার"। কৃষকদের ওপর যে অবিচার চলেছে, তার প্রতিবাদ দরকার বলে মনে করেন তৃণমূল নেত্রী।