Shantiniketan Poush Mela: ২৪ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে পৌষমেলা, শুরু হবে তো?
পৌষ (Poush) ডাক দিয়ে ফেলেছে। গুটি গুটি পায়ে দোরগোড়ায় কড়া নাড়ছে সেই সময়। কনকনে শীতের (Winter) আদর মাখানো শান্তিনিকেতনের পৌষমেলা (Shantiniketan Poush Mela)। এ বছর ২৪ ডিসেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা। কিন্তু আদৌ শুরু হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে প্রবল আশঙ্কা। ফের অনিশ্চয়তার মুখে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। রবিবার বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে দীর্ঘ দু'ঘন্টা বৈঠক (Meeting) করেও মেলা নিয়ে কোনও সমাধান সূত্রই বের হয়নি।
বোলপুর, ১৫ ডিসেম্বর: পৌষ (Poush) ডাক দিয়ে ফেলেছে। গুটি গুটি পায়ে দোরগোড়ায় কড়া নাড়ছে সেই সময়। কনকনে শীতের (Winter) আদর মাখানো শান্তিনিকেতনের পৌষমেলা (Shantiniketan Poush Mela)। এ বছর ২৪ ডিসেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা। কিন্তু আদৌ শুরু হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে প্রবল আশঙ্কা। ফের অনিশ্চয়তার মুখে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। রবিবার বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে দীর্ঘ দু'ঘন্টা বৈঠক (Meeting) করেও মেলা নিয়ে কোনও সমাধান সূত্রই বের হয়নি।
তারিখের হিসেবে আর মাত্র দিন দশেকের অপেক্ষা। কিন্তু, মেলা হবে কিনা তাই এখনও স্থির হয়নি। অনলাইনে পৌষমেলার প্লট (Plot) বুকিং চলছে। যে আগে বুক করবে সে আগে প্লট পাবে, এমনটাই নিয়ম করা হয়েছিল। কিন্তু এই নিয়মের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বোলপুর ব্যবসায়ী সমিতি। সেই বিক্ষোভের জেরে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। টানা দু'ঘন্টা ধরে বৈঠক হলেও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। এখনও পর্যন্ত মেলায় আসতে দেখা যায়নি একটিও স্টল। আরও পড়ুন: Internet Services Suspended In West Bengal: নাগরিকত্ব আইন নিয়ে অশান্তি চরমে, ৬ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
পৌষমেলায় স্টল করা নিয়ে মূলত চারটি দাবি রয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতির। অভিযোগ, এই ধরনের কথা বলার অধিকার বিশ্বভারতীর (Visva Bharati University) নেই। তাঁদের দাবি মানতে চাইছেন না কর্তৃপক্ষ বলেই এদিন জানা যায়। তাঁদের আরও অভিযোগ, 'উপাচার্য সরাসরি তাঁদের বলে দিয়েছেন, যাঁরা পৌষমেলায় লাভ করতে স্টল করেন তাঁদের আসার দরকার নেই মেলাতে।'