কলকাতা, ২১ জুলাই: ধর্মতলায় আজ ২১ জুলাইয়ের সমাবেশ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী, সমর্থকরা ধর্মতলায় এসে জড়ো হতে শুরু করেছেন। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূলের এই প্রথম শহিদ দিবসের (Shahid Diwas) আয়োজন। ফলে ২১ জুলাই উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকদের উত্তেজনা তুঙ্গে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হবে ২১ জুলাইয়ের সভা। আজকের সভায় রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করছে জোড়াফুল শিবির। বৃহস্পতিবার ভোর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি, বাস, ট্রেনে চেপে তৃণমূলের কর্মী, সমর্থকরা ধর্মতলায় হাজির হতে শুরু করেছেন।
আরও পড়ুন: Sonia Gandhi: ইডির দফতরে আজ হাজির হতে পারেন সোনিয়া গান্ধী, বিক্ষোভের পথে কংগ্রেস
সকাল ৮:৩০ এই কানায় কানায় পূর্ণ ধর্মতলা।
বিগত ৩০বছরের রেকর্ড ভেঙে এবার বিশ্ব রেকর্ড গড়ার ইঙ্গিত।
ধর্মতলা থেকে সরাসরি ফ্যাম এডমিনরা।
একুশের প্রতিটি আপডেট পেতে ফলো করুন ফ্যাম পেজ#FAM4TMC pic.twitter.com/d3sqBVRJtp
— Mamata Banerjee Supporters (FAM) (@FAM4TMC) July 21, 2022
১৯৯৩ সালের ২১ জুলাই কংগ্রেসের তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়। ওইদিন মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর প্রাণ যায়। ১৯৯৩ সালের মহাকরণ অভিযানের কথা মনে রেখেই ২১ জুলাই প্রত্যেকবার শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস।