দিল্লি, ২১ জুলাই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে বৃহস্পতিবার হাজির হতে পারেন সোনিয়া গান্ধী। ন্যাশনাল হেরল্ড মামলায় আজই ইডির দফতরে হাজির হতে পারেন কংগ্রেসের (Congress) অন্তর্বতী সভাপতি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কংগ্রেসের হেড কোয়ার্টার থেকে সোজা ইডির দফতরে হাজির হতে পারেন সোনিয়া গান্ধী। এই প্রথম সোনিয়া গান্ধী ইডির মত সংস্থার সামনে হাজির হবেন জিজ্ঞাসাবাদের জন্য। প্রসঙ্গত সোনিয়া গান্ধীকে আগেই নোটিশ পাঠানো হয় ইডির তরফে। তবে কোভিডের জেরে বেশ কিছুদিন তিনি তদন্তকারী সংস্থার দফতরে হাজির হতে পারবেন না বলে জানানো হয়। কোভিড থেকে সেরে উঠলেও, চিকিৎসকরা তাঁকে বিশ্রামের কথা বলেন। সেই অনুযায়ী সোনিয়া গান্ধীর তরফে সময় চেয়ে নেওয়া হয় ইডির কাছে। কোভিড থেকে সেরে উঠে বিশ্রামের পর আজই সোনিয়া তদন্তকারী সংস্থার অফিসে হাজির হবেন বলে খবর।
সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ইডির (ED) দফতরে হাজির হওয়াকে কেন্দ্র করে কংগ্রেস আজ ফের পথে নামতে পারে বলে খবর। প্রসঙ্গত এর আগে রাহুল গান্ধীকে ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। পরপর বেশ কয়েকদিন ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যা নিয়ে কার্যত উত্তাল হয়ে ওঠে দিল্লি। রাহুল ইডির দফতরে হাজির হতেই দিল্লির রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের কর্মী, সমর্থকরা।
আরও পড়ুন: Mohammed Zubair: ''একটি ট্যুইটের জন্য ১২ লক্ষ, দ্বিতীয়টির জন্য ২ কোটি নিয়েছেন মহম্মদ জুবের''
আজও সোনিয়া গান্ধীর ইডির দফতরে হাজিরার বিরোধিতা করে কংগ্রেস পথে নেমে বিক্ষোভ দেখাতে পারে বলে মনে করা হচ্ছে।