হাওড়া, ২০ জুন: কেন্দ্রের অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে চলছে বিক্ষোভ। যদিও শত বিক্ষোভেও অগ্নিপথ প্রত্যাহারের কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই, তা আগেভাগে জানিয়ে দিয়েছেন রাজনাথ সিং। এদিকে আজ সোমবার এই অগ্নিপথ বিরোধিতায় ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। এই বনধের সমর্থনে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক হাওড়ার পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই কড়া নজরদারিতে রেখেছে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, শালিমার স্টেশন, সাঁতরাগাছি জংশনের মতো গুরুত্বপূর্ণ জায়গা। আরও পড়ুন-পিতৃদিবসে নিকের সঙ্গে কিউটিপাই মালতি মেরি, ছবি শেয়ার করে উৎফুল্ল প্রিয়ঙ্কা
পড়ুন টুইট-
West Bengal | Security personnel deployed at Howrah Station, Howrah Bridge, Santragachi Junction, Shalimar railway station and other locations in Howrah in view of #BharatBandh called by some organisations today, against #AgnipathScheme pic.twitter.com/rfMtYJxvLI
— ANI (@ANI) June 20, 2022
এই প্রসঙ্গে হাওড়ার ডিসি নর্থ অনুপম সিং জানিয়েছেন, “একাধিক জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত। কোনওরকম অবাঞ্ছিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বেন না। যুব সমাজের কাছে এই আবেদন রাখছি।”
পড়ুন টুইট-
Anupam Singh, DCP North, Howrah says, "Police force has been deployed at multiple locations. We are ready to tackle any kind of situation that may arise. We also urge the youth to not get involved in any untoward activity." pic.twitter.com/qzwxO3T6MT
— ANI (@ANI) June 20, 2022