Sandhya Mukhopadhyay Health Update: সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকট জনক, ৫ সদস্যের মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন তিনি

কলকাতা, ২৮ জানুয়ারি: বিপদ না কাটলেও  সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) শারীরিক অবস্থা স্থিতিশীল। অসুস্থ বোধ করায় গতকালই এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয়ছিল সম্প্রতী পদ্ম সম্মান ফিরিয়ে দেওয়া নবতীপর সংগীত শিল্পীকে। তবে রাতে যখন তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এল এবং ফুসফুস ও হৃৎপিণ্ডে সংক্রমণের প্রমাণ মিলল ততক্ষণে হাসপাতালে তাঁকে দেখতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বুঝে তিনিই সাংবাদিকদের জানান, প্রবীণ সংগীত শিল্পী কোভিডে আক্রান্ত। তার উপরে ফুসফুস ও হৃৎপিণ্ডে সংক্রমণ ছড়িয়েছে। নিউমোনিয়াতেও আক্রান্ত তিনি। তাই রাতেই তাঁকে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতাল অ্য়াপোলো গ্লেনিগেলসে নিয়ে যাওয়া হচ্ছে। আরও পড়ুন-Kerala Groom Dresses Up As Tovino Thomas: নেটফ্লিক্সের সুপার হিরোর সাজে বিয়ে করতে বসলেন বর, ভাইরাল ছবি

ইতিমধ্যেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। স্বাস্থ্যের সামান্য উন্নতি হলেও সংক্রমণ রয়েছে। বর্ষীয়ান শিল্পীর জন্য কী ধরনের চিকিৎসার বন্দোবস্ত নেওয়া হবে, আজ বেলার দিকে বৈঠকে করে তা ঠিক করে চিকিৎসকদের ৫ সদস্যের মেডিকেল বোর্ড। আ থেকে আশি গীতশ্রী অগুন্তি অনুরাগী তাঁর সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন।