BJP Delegation Team (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali) যাওয়ার পথে আটকে দেওয়া হল বিজেপির (BJP) প্রতিনিধি দলকে। আজ ৬ সদস্যের বিজেপির এক প্রতিনিধি দল সন্দেশখালিতে যাচ্ছিলেন, জে পি নাড্ডার নেতৃত্বে। কিন্তু বিজেপির ওই প্রতিনিধি দলকে সন্দেশখালিতে প্রবেশের আগে মাঝ পথে আটকে দেয় পুলিশ। রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেওয়ায়, সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়। শুরু হয়ে যায় বাকবিতণ্ডাও।

আরও পড়ুন: Sandeshkhali: উত্তপ্ত সন্দেশখালি পরিদর্শনে রওনা দিল কেন্দ্রের তৈরি ৬ সদস্যের প্রতিনিধি দল

বিজেপির নেত্রী কথা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, নির্যাতিতাদের সঙ্গে দেখা করে কথা বলতে এসেছেন তাঁরা।  নির্যাতিতারা যাতে বিচার পান, তাঁরা সেই চেষ্টা করছেন বলেও সুর চড়ান অন্নপূর্ণা দেবী। পাশাপাশি পুলিশ যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করত, তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হত না বলেও কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন। সবকিছু মিলিয়ে বিজেপির প্রতিনিধি দলকে সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হলে, তা নিয়ে উত্তেজনা ছড়াতে শুরু করে।