Sheikh Shahjahan (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৮ মার্চ: শেখ শাহজাহান (Sheikh Shahjahan) জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৯ এপ্রিল পর্যন্ত শেখ শাহজাহান জেল হেফাজতে থাকবেন বলে জানানো হয় আদালতের তরফে। বৃহস্পতিবার সিবিআই সন্দেশখালির অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে তোলে। সেখানেই শাহজাহানের ৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত সন্দেশখালিতে (Sandeshkhali) যাওয়ার পথে ইডি আধিকারিকদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। তারপর থেকেই ক্রমাগতভাবে উত্তপ্ত হতে শুরু করে সন্দেশখালি। শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যা নিয়ে তোলপাড় হয়ে যায় প্রায় গোটা রাজ্য। শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রস।

আরও পড়ুন: Sheikh Shahjahan: সিবিআইয়ের নজরদারিতে শেখ শাহজাহান বসিরহাট আদালতে

যদিও শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও, কেন তাঁকে আদালতের নির্দেশের আগে গ্রেফতার করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি।