Rupam Islam Bangla Bangladeshi: বাংলা আসলে 'বাংলাদেশি ভাষা'! বাঙালিদের বাংলাদেশি বলে দাবি হেনস্থার অভিযোগ কাণ্ডে আগুনে ঘি ঢালাল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এক চিঠিতে কেন্দ্র সরকারের অধীনে থাকা পুলিশ বাংলাকে 'বাংলাদেশি ভাষা'বলে উল্লেখ করা হয়। এমন কথায় ক্ষোভে ফেটে পড়লেন তারকা গায়ক রূপম ইসলাম। সোশ্যাল মিডিয়া পোস্টে রূপম বিষ্ময় প্রকাশ করে বললেন, হচ্ছেটা কী? অজ্ঞ-নির্বোধ! ধিক্কার। এক্স প্ল্য়াটফর্মে তারকা এই গায়ক লেখেন, 'এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা তকমা দেওয়া হচ্ছে কেন? এটা খুবই মূর্খামির পরিচয়। ধিক্কার!’ভারতের সংবিধানের অষ্টম তফসিলে দেশের বাংলা-সহ মোট ২২টি ভাষার কথা উল্লেখ করা হয়েছে। সেই কথাটা দিল্লি পুলিশকে মনে করিয়ে দিয়েছেন রূপম ইসলাম।
নিন্দা করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিমও
সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই কাণ্ডের নিন্দা করেন। সেলিম বলেন, 'দিল্লি পুলিশের মতো 'অশিক্ষিত' বাহিনী আমাদের বলে দেবে এই 'বাংলাদেশি ভাষা' আসলে কী? তার থেকেও বড় প্রশ্ন, দিল্লি পুলিশ তাদের আধিকারিকদের আমাদের সংবিধানের অষ্টম তফসিল সম্পর্কে সম্যক ধারণা তৈরি করতে ব্যর্থ হয়েছে কেন?
দেখুন কী বললেন রূপম ইসলাম
What is this? Isn’t BANGLA one of the 22 official languages of India? Why must it be mentioned as BANGLADESHI LANGUAGE? Height of Ignorance and stupidity. pic.twitter.com/iBS4WPomcx
— rupam islam (@rupamislam74) August 3, 2025
দিল্লি পুলিশের সেই চিঠি কী লেখা ছিল--
সন্দেহভাজন বাংলাদেশিদের কাছ থেকে পরিচয়পত্র, জন্মের সংশাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পাওয়া গিয়েছে ৷ মাননীয় আদালত ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷ তাঁদের কাছ থেকে যে নথি পাওয়া গিয়েছে, তা 'বাংলাদেশি' ভাষায় লেখা ৷ ওই নথিগুলি হিন্দি ও ইংরেজি ভাষায় অনুবাদ করা প্রয়োজন ৷ এই অবস্থায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে একজন সরকারি অনুবাদক বা দোভাষী প্রয়োজন, যিনি 'বাংলাদেশি ভাষাটি' ভালো জানেন ৷