Romen Chandra Borthakur joins TMC. (Photo Credits: X/TMC)

গুয়াহাটি, ৭ ডিসেম্বর: রিপুন বোরা দল ছাড়ার পর অসমে তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন প্রাক্তন কংগ্রেস ও আপ নেতা রোমেন চন্দ্র বোরঠাকুর (Romen Chandra Borthakur)। অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেওয়ার মাস পাঁচেক পরই তৃণমূলে যোগ দিলেন রোমেন। ২০২১ অসম বিধানসভা নির্বাচনে রোমেন লড়েছিলেন হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। ভোটে হারলেও হেমন্তর বিরুদ্ধে আপোষহীন লড়াই করা রোমেনকেই অসমে নিজের বাজি ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের প্রাক্তন নেতা রোমেন বোরঠাকুর চলতি বছর জুলাই-য়ে দিল্লিতে গিয়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। কিন্তু এবার আপ ছেড়ে রোমেন তৃণমূলে যোগ দিয়েই একেবারে দলের রাজ্য সভাপতি হয়ে গেলেন।  ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থাকার পর রিপুন বোরা ২০২২ সালে তৃণমূলে যোগ দিয়ে রাজ্য সভাপতি হয়েছিলেন। কিন্তু রিপুনের ওপর অনেক আস্থা থাকলেও তিনি দিদির দলকে অসম লড়াইয়ে একেবারেই ব্যর্থ হন।

শনিবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে জোড়া ফুল শিবিরে যোগ দিলেন রোমেন চন্দ্র বোরঠাকুর।

২০২১ বিধানসভায় ঝালুকবাড়ি আসনে ১ লক্ষ ২ হাজারের কাছাকাছি ব্যবধানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার কাছে হারলেও লড়াকু নেতা হিসেবে রাজ্যবাসীর কাছে পরিচিত রোমেন।

অসমে দিদির বাজি রোমেন বোরঠাকুর

২০২১ অসম বিধানসভা নির্বাচন ও ২০২৪ লোকসভা নির্বাচনে অসমে তৃণমূলের আসন জেতা তো দূরে থাক, সব জায়গাতেই জামানত জব্দ হয়েছিল। অথচ বাংলার বাইরে দিদির সবচেয়ে বেশী অসম ও ত্রিপুরার মত রাজ্যে। ২০২৬ অসম বিধানসভা নির্বাচনের দিকে পাখির চোখ করে রোমেনের কাঁধে দায়িত্ব দিলেন দিদি। অসমে বাঙালি ভোটের দিকেই ভরসা রাখছে তৃণমূল।