প্রতীকী ছবি (File Photo)

শীতের রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Katwa)। হাঁসুয়া এবং বন্দুক নিয়ে ডাকাতি করতে আসে দুষ্কৃতিরা। নিয়ে যায় কয়েক লক্ষ নগদ টাকা ও ৭ ভরি সোনা ও ৩৫ ভরি রুপোর গয়না। এমনকী ডাকাতির পর থেকে নিখোঁজ পোষ্য সারমেয়। ডাকাতদলের গুলি ও হাঁসুয়ার কোপে আহত বাড়িরই এক যুবক। সে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাটোয়া ১ নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামে। চাঞ্চল্যকর ঘটনাটির পর ব্যাপক আতঙ্কিত এলাকাবাসী।

জানা যাচ্ছে, এদিন পৌনে ১১টা নাগাদ নিবাস দাসের ছেলে রাকেশ পোষ্য কুকুরকে শৌচকর্ম করানোর জন্য নিয়ে বেরোচ্ছিলেন। সেই সময় সে দেখে যে ৬-৭ জন দুষ্কৃতি তাঁর বাড়িতে ঢুকছে। সকলের মুখেই ছিল কাপড় বাধা। এরপর তাঁরা বাড়ির আলিমারি, আসবাব খুলে খুলে টাকা, পয়সা, সোনাদানা সব বের করে নেয়। বাড়িতে সেই সময় রাকেশ ছাড়াও ছিলেন তাঁর দিদিমা ও তাঁর এক দিদি। সকলকে ভয় দেখিয়ে লুটপাট চালায় দুষ্কৃতিরা। রাকেশ বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একজন। এবং হাঁসুয়া দিয়ে হামলা চালায়। আর তাতে হাত কেটে যায়। গুরুতর জখম হয়ে পড়ে যায় সে।

এরপর দুষ্কৃতিরা লুটপাট চালিয়ে পালিয়ে গেলে প্রতিবেশীদের ডাকা হয়। তারপর পুলিশে জানানো হয় অভিযোগ। এদিন নিবাস দাস তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে জয়রামবাটিতে ঘুরতে গিয়েছিল। সেই সুযোগেই এই লুটপাট চালায় দুষ্কৃতিরা। এমনকী পালানোর সময় বাড়ির পোষ্য কুকুরকে তুলে নিয়ে যায় তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।