কলকাতা, ২২ অগাস্ট: আরজি কর-কাণ্ডে বৃহস্পতিবার ফের প্রতিবাদে নামে বিজেপি। আরজি-করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি নেতারা যখন স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেন, সেই সময় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালদের রাস্তা আটকানো হয়। এরপর শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালদের আটক করা হয়।
বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে কী হয় দেখুন...
#WATCH | West Bengal: BJP leaders, including LoP Suvendu Adhikari and MLA Agnimitra Paul, and workers stage a protest against the incident of rape and murder of a woman doctor at RG Kar Medical College and Hospital in Kolkata.
They were later detained by the Police. pic.twitter.com/jJ7uMbbZCJ
— ANI (@ANI) August 22, 2024
মুখ্যমন্ত্রীর পদত্যাগই একমাত্র দাবি। স্বাস্থ্য ভবন অভিযানে নেমে এমন মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। শুনুন কী বললেন বিজেপি নেত্রী...
#WATCH | Kolkata | During BJP's protest march to Swasthya Bhavan against Kolkata woman doctor rape & murder, BJP leader Agnimitra Paul says."...Our only demand is the resignation of Mamata Banerjee." pic.twitter.com/avBSPcSq1j
— ANI (@ANI) August 22, 2024
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আরজি করের ঘটনায় প্রমাণিত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। সেই কারণে তিনি ইস্তফা দিন বলে দাবি করেন সুকান্ত।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বসে সুকান্ত মজুমদার কী বললেন শুনুন...
#WATCH | Kolkata | During protest against RG Kar Medical College rape-murder incident, West Bengal BJP President Sukanta Majumdar says,"...This is a unique incident and it proves that there is a total failure of law and order in the state of West Bengal. The CM, who is also the… pic.twitter.com/P9uitRhfK6
— ANI (@ANI) August 22, 2024