Mamata Banerjee In Rath Yatra (Photo Credit: Twitter)

কলকাতা, ২০ জুন:  রথ যাত্রায় (Rath Yatra) প্রত্যেককে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যেকবারের মত এবারও ইস্কনের রথ যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সাংসদ নুসরত জাহান, মিমি চক্রবর্তীরা মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রথ যাত্রায় হাজির হন। সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়কেও দেখা যায় কলকাতায় রথ যাত্রার অনুষ্ঠানে। ছিলেন সাংসদ মিম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকারাও।

 

পুরীর প্রসিদ্ধ রথ যাত্রার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও ধুমধাম করে পালন করা হচ্ছে রথ যাত্রা। কলকাতায় রথ যাত্রায় হাজির হয়ে আগামী বছর দিঘায় বড় করে রথ যাত্রা পালনের ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,জগন্নাথ অনুমতি দিলে আগামী বছর বড় করে রথ যাত্রার চেষ্টা করা হবে। অর্থাৎ দিঘায় মন্দির তৈরি হলে, সেখানেও রথ যাত্রার আয়োজন করা হবে বলে ইচ্ছা প্রকাশ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়।