ছবি ট্যুইটার

কলকাতা, ৭ জুলাই: মুকুল রায়ের (Mukul Roy)পর কি এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? মুকুল রায়ের দল বদলের পর সম্প্রতি এমনই জল্পনা শুরু হয় বিভিন্ন মহলে। রাজীব বন্দ্য়োপাধ্যায়ের (Rajib Banerjee) দল বদল নিয়ে যখন চর্চা তুঙ্গে, সেই সময় ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কড়া ভাষায় আক্রমণ করেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রাজ্যের মানষ ২১৩টি আসনে ভোট দেন। ভোটের ফল প্রকাশের পর তাই অযথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ না করে, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কীভাবে লাগাম পরোনা যায়, সেই চেষ্টা করা উচিত। সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে লাগাম টানা অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

 

বুধবার সৌমিত্র খান যখন বিজেপির যুব সভাপতির পদ থেকে ইস্তফা দেন ফেসবুকে পোস্ট দিয়ে, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপির যুব সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে সৌমিত্র খান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন।

আরও পড়ুন:  Saumitra Khan: দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হচ্ছে, শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক তোপ সৌমিত্রর

দিল্লিতে (Delhi) বার বার গিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন। বাংলায় বিজেপিকে একটি জেলার মধ্যে শুভেন্দু আবদ্ধ করে ফেলেছেন বলেও আক্রমণ করেন সৌমিত্র। শুধু তাই নয়, ভোটের আগে শুভেন্দু অধিকারী যে ১২৮ জনকে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন, তাঁদের অধিকাংশ 'চোর, চিটিংবাজ' বলেও তীব্র আক্রমণ করেন সৌমিত্র খান।