কলকাতা, ২৪ সেপ্টেম্বর: Rajeev Kumar's Anticipatory Bail Plea in Kolkata High Court: আদালতে বারবার দ্বারস্থ হয়েও কিছুতেই স্বস্তি পাচ্ছেন না রাজীব কুমার (Rajeev Kumar)। কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) পিছিয়ে গেল রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমারের আগাম জামিনের আবেদন। প্রথমে বারাসত, তারপর আলিপুর জেলা-দায়রা আদালতে জামিনের আবেদন করে প্রত্যাখাত হওয়ার পর গতকাল, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার। কিন্তু সেই আগাম জামিনের শুনানি আরও একদিন পিছিয়ে গেল।
দুই বিচারপতির হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ মামলার শুনানির সম্ভাবনা থাকলেও তা একদিন পিছিয়ে গেল। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সইদুল্লা মুনসীর জানিয়েছেন, রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের মামলাটি আগামিকাল, বুধবার শোনা হবে। আরও পড়ুন-তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি জীবনতলায়, গুরুতর জখম অবস্থায় ভর্তি SSKM-এ
এর আগে আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিস। গত বৃহস্পতিবার নিম্ন আদালত সাফ জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। তবে সিবিআইয়ের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারক সুব্রত মুখার্জি। তিনি রায়ে বলেছেন, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে চাইলে গ্রেফতার করতে পারে CBI ৷ ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, রায়ে বিচারক বলেছেন, রাজীবের বিরুদ্ধে ধর্তব্যযোগ্য অপরাধ রয়েছে। তাই পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে রাজীব কুমারকে। সুপ্রিম কোর্ট তার রায়েই সেটা জানিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, রাজীব জনগনের সঙ্গে যুক্ত কোনও নির্দেশ এখন দিচ্ছেন না। ফলে তাঁকে গ্রেফতার করা যেতেই পারে।
আদালতে যখন চলছে জোর জোর আইনি যুদ্ধ, তখন এখনও নিখোঁজ থাকা রাজীব কুমারের খোঁজে তৎপরতা তুঙ্গে তুলেছে সিবিআই। সংবাদমাধ্যমে প্রকাশ, রাজীব কুমারের খোঁজে সিবিআইয়ের চারটি দল শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সিবিআইয়ের দল কলকাতা ছাড়িয়ে সাঁতারাগাছিরও বিভিন্ন জায়গায় হানা দেয়।