Thunderstorms

কলকাতা, ৩০ এপ্রিল: আবারও স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস (IMD)। গতকালের মতো আজও দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস দিয়েছে তারা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে বৃষ্টির (Rain) পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৭৮ শতাংশ, ন্যূনতম ৭৩ শতাংশ। আরও পড়ুন: Dilip Ghosh: 'দামি জুস' নয়, শরীর ঠিক রাখতে পান্তা ভাতেই ভরসা দিলীপ ঘোষের

বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। গতকাল সন্ধে নাগাদ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়ায় বৃষ্টি হয়েছে। এছাড়াও কলকাতার কয়েকটি জায়গাতেও বৃষ্টি হয়েছে। রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এর ফলেই কমেছে তাপমাত্রা।