নয়াদিল্লিঃ রেল (Rail) যাত্রীদের (Passengers) জন্য বড় আপডেট। আগামী ১ জুলাই থেকে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া (Train Fare)। এসি, ননএসি এক্সপ্রেস মেল-সহ সমস্ত দূরপাল্লার ট্রেনের ভাড়া পরিবর্তিত হবে বলে রেলসূত্রে খবর। তবে শহরতলির ট্রেনের ভাড়া ও মাসিকের ভাড়া অপরিবর্তিত থাকবে এমনটাই জানা গিয়েছে। অপরিবর্তিত থাকবে লোকাল ট্রেনের ভাড়াও। তাই নিত্যযাত্রীদের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না আপাতত। সেকেন্ড ক্লাসের যাত্রীদের জন্য সামান্য ভাড়া বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।
কত বাড়ছে ভাড়া? রইল তালিকা
রেলের প্রস্তাব অনুসারে, ৫০০ কিলোমিটার রাস্তা পর্যন্ত সেকন্ড ক্লাসের যাত্রীদের কোনও বাড়তি ভাড়া দিতে হবে না। ৫০০ কিলোমিটারের বেশি পথ গেলে প্রতি কিলোমিটারে আধ পয়সা বেশি ভাড়া দিতে হবে যাত্রীদের। নন এসি মেল ও এক্সপ্রেসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে। এসি মেল ও এক্সপ্রেসের ক্ষেত্রে এই ভাড়াই বাড়বে ২ পয়সা পর্যন্ত। সম্প্রতি পরিষেবা উন্নত করার কথা ভাবছে ভারতীয় রেল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই এই সব নতুন পরিষেবা আনার জন্যই সামান্য ভাড়া বাড়ানোর পথে হাঁটছে রেল, এমনটাই মত বিশেষজ্ঞদের।
আগামী ১ জুলাই থেকে বাড়ছে রেলের ভাড়া, জেনে নিন কতটা খরচ বাড়বে?
Rail Fares To Increase From July 1, Officials Say Lowest Hike In 12 Years https://t.co/jY3BKKZpAt pic.twitter.com/iWlG6ER5wK
— NDTV (@ndtv) June 25, 2025