প্রশান্ত কিশোর (Photo Credits: Twitter)

কলকাতা, ১২ মে: দেশজুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতি প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে৷ এদিন দৈনিক সংক্রমণ কমলেও একদিনে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে৷ এই সংকট জনক পরিস্থিতিতে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, তানিয়ে একবারও কেন্দ্রের মুখে কথা নেই৷ একদিন এতজন করোনার থাবায় প্রাণ হারালেন, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে মোদি সরকার৷ অন্যদিকে নতুন রোগীর সংখ্যা কম হওয়ার খবরের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে টেস্ট করানোর পরিসংখ্যান বেড়েছে৷ তানিয়েই ঢাক পেটাতে ব্যস্ত ডক্টর হর্ষ বর্ধন৷ আর এতেই বেজায় চটেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ চারিদিকে শোকের পরিবেশ। এই অবস্থায় আশা জোগানোর নামে কেন্দ্র মিথ্যাচার এবং আত্মপ্রচারের চেষ্টা করছে৷ এমন অভিযোগও করেছেন তিনি৷ আরও পড়ুন-West Bengal Weather Update: বৃষ্টির ও ঝোড়ো হাওয়ার দাপট, বঙ্গে উধাও মে মাসের গরম

এনিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম না করেই টুইটারে কেন্দ্রকে তুলোধনা করলেন পিকে৷ তিনি বলেন, “গোটা দেশ যখন শোকস্তব্ধ, চারিদিকে যখন স্বজন হারানোর আর্তনাদ, সেই পরিস্থিতিতেও আশা জোগানোর নামে মিথ্যাচার এবং আত্মপ্রচারের চেষ্টা চলছে। আশাবাদী হওয়ার জন্য সরকারের অন্ধ প্রচারক না হলেও চলবে আমাদের”

হর্ষবর্ধনের একের পর এক ভুল মন্তব্য কেন্দ্রের দিকেই ব্যুমেরাং হয়ে ফিরছে৷ এর আগে করোনাকে রুখতে ডার্ক চকোলেট খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন হর্ষ বর্ধন। দেশের কত শতাংশের দামি ডার্ক চকোলেট কেনার সামর্থ্য রয়েছে, তানিয়ে নেটিজেনরাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন৷