পর্ন/ প্রতীকী ছবি (Photo Credits: Unsplash)

কলকাতা, ৩০ জুলাই: কলকাতাতেও এবার প্রকাশ্যে এল পর্ন কাণ্ড (Porn Case)। রমরম করে চলা পর্ন ব্যবসায় অভিযুক্ত এক অভিনেত্রী এবং মডেলকে গ্রেফতার করা হয়। ৩০ বছর বয়সী ওই মডেল-অভিনেত্রীর নাম নন্দিতা দত্ত (Nandita Dutta)। তিনি একাধিক পর্ন  ভিডিওয় কাজ করেছেন বলে অভিযোগ পুলিশের। তিনি শুধু অভিনেত্রীই নন, এই ব্যবসার সহায়তাতেও তার বড় ভূমিকা রয়েছে বলে জানায় পুলিশ। নবাগতা মডেলদেরও জোর করে পর্ন ব্যবসায় নামানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

তার সহকারী ৩৯ বছর বয়সী মৈনাক ঘোষকেও (Mainak Ghosh) পুলিশ গ্রেফতার করেছে। তাদের জালে ধরা পড়েছে আরও ২ মডেল। গ্রেফতার হওয়া এই ২ মডেল জানিয়েছে, একজনকে বালিগঞ্জের স্টুডিওতে জোর করে নগ্ন ছবিতে শুট করানো হয়েছে, অন্য জনের অভিযোগ নিউ টাউনের একটি হোটেলে নীল ছবির শুট করানো হয়েছে। ২ মূল অভিযুক্তের মধ্যে নন্দিতার বাড়ি দমদমে ও মৈনাকের বাড়ি দক্ষিণ কলকাতার নাকতলায়। আরও পড়ুন, অন্তর্বতী জামিন পাবেন রাজ কুন্দ্রা? ২ অগাস্ট রায় আদালতের

নীল ছবির দুনিয়ায় নন্দিতা পরিচিত 'ন্যান্সি ভাবি' (Nancy Bhabhi)নামে। দুই মূল অভিযুক্তকেই ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওয়েব সিরিজের টোপ দিয়ে অভিনেত্রী, মডেলদের নগ্ন শুট করানো হতো বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে একাধিক আইনি মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। নীল ছবিগুলি তৈরি করে মোটা অঙ্কের অর্থে সেগুলি তারা বেচতেন। শহরের বুকে নীল ছবির বড় জাল তৈরি করেছিলেন তারা, বলে পুলিশ সূত্রে খবর।