EVM Representational Image| (Photo Credits: PTI)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: রাত পোহালেই ভবানীপুর (Bhabanipur) বিধানসভা আসনে উপ নির্বাচন। এছাড়াও কাল নির্বাচন হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুর (Jangipur) আসনে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে শ্রীজীব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করছেন৷ যার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেক্যুলার (HAM), নির্দল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে৷

সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৪৫৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ২০৯ জন। মহিলা ভোটার ৯৫ হাজার ২০৯ জন। মোট ২৮৭টি বুথ রয়েছে ভবানীপুরে। মেন বুথের সংখ্যা ২৬৯। প্রত্যেকটি বুথের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। আরও পড়ুন: Bhawanipore Bypoll: ভবানীপুরে ভোট বৃহস্পতিবারেই, নির্বাচনে বাধা নেই জানালো হাইকোর্ট

ভবানীপুর ছাড়াও আগামীকাল মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন রয়েছে। প্রার্থীদের মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায় এই দুই কেন্দ্রে। ফলে রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রেও আগামীকাল ভোট হচ্ছে। জঙ্গিপুর থেকে তৃণমূলের হয়ে লড়ছেন জাকির হোসেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুজিত দাস। জঙ্গিপুর বিধানসভার ডিসিআরসি তৈরি হয়েছে রঘুনাথগঞ্জ পলিটেকনিক কলেজে। জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা ৩৬৩। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৭১৫।

সামশেরগঞ্জে তৃণমূলের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম। এই কেন্দ্রে তাঁর লড়াই বিজেপি-র মিলন ঘাষের সঙ্গে। সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩২৯। ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৫১১। সামশেরগঞ্জের ডিসিআরসি তৈরি হয়েছে ধূলিয়ান গার্লস স্কুলে।