কসবা গণধর্ষণকাণ্ডের (Kasba Gang Rape Case) প্রধান তিন অভিযুক্তের হেফাজতের মেয়াদ মঙ্গলবারেই শেষ হয়েছিল। সেই কারণে এদিন মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জইব আহমেদকে আজই আদালতে তোলা হয়। সেই সঙ্গে সম্প্রতি সিটের হাতে গ্রেফতার হওয়া কলেজের নিরাপত্তারক্ষীকেও আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। জানা যাচ্ছে মনোজিৎ, প্রমিত ও জইবদের ৮ দিন অর্থাৎ আগামী ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকীর মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
কল ডিটেলস রেকর্ডও খতিয়ে দেখছে সিট
এদিকে এসিপি প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্তে নেমে ঘটনার দিন কলেজে কী কী হয়েছিল, তা জানার সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সূত্রের খবর, অভিযোগকারিনীর বয়া্নের সঙ্গে ফুটেজের অনেক কিছুরই মিল খুঁজে পেয়েছে পুলিশ। এছাড়া মনোজিৎ ও বাকি দুজনের সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ডও খতিয়ে দেখা শুরু করেছে তদন্তকারীরা। আর তাতেই একটি চাঞ্চল্যকর বিষয় নজরে আসে তাঁদের।
ভাইস প্রিন্সিপালকে ফোন মনোজিতের
ঘটনার পরেরদিন অর্থাৎ ২৬ জুন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় মনোজিতের। দুজনের মধ্যে কী কথা হয় সেটা এখন জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এই নিয়ে সোমবার দীর্ঘক্ষণ ভাইস প্রিন্সিপালকে জেরা করে পুলিশ। এছাড়া ঘটনার পর তিন অভিযুক্ত যাঁদের ফোন করেছিল, তদন্তকারী আধিকারিকরা তাঁদের পৃথকভাবে জেরা করতে পারে বলে জানা যাচ্ছে।