ফের পশ্চিমবঙ্গ থেকে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বুধবার উত্তর ২৪ পরগনার সোদপুরের (Sodpur) পানিহাটির ঘোলা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি পুরুষ ও মহিলাকে। প্রাথমিকভাবে দুজনকে দম্পতি বলে মনে করা হচ্ছে। মাসদুয়েক আগে মহিলাটি ওই ফ্ল্যাটে ভাড়া নেন। তারপর থেকেই একাধিক অপরিচিত ব্যক্তির আনাগোলা লেগেছিল ওই বহুতলে। তাতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরেই থবর দেওয়া হয় পুলিশে। সূত্রের খবর অভিযুক্তদের তল্লাশি অভিযানের সময় ভারতীয় কোনও বৈধ নথিপত্র উদ্ধার হয়নি। বরং মিলেছে বাংলাদেশি নথিপত্র।
সন্দেহজন ব্যক্তিদের আনাগোনা ছিল ফ্ল্যাটে
জানা যাচ্ছে, পানিহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। ধৃত মহিলা অদিতি দাস পরিচয় দিয়ে মাসদুয়েক আগে রিয়া রায় নামে এক মহিলার থেকে ফ্ল্যাট ভাড়া নেন। যদিও সেই সময় রিয়াকে অদিতি কোনও নথিপত্র জমা দিয়েছিলেন কিনা, সেই বিষয়ে কিছু জা্না যায়নি। স্থানীয়দের অভিযোগ, ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর ওই ফ্ল্যাটে মাঝেমধ্যেই সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা লেগে থাকত। এই নিয়ে সম্প্রতি তাঁরা থানায় অভিযোগ জানায়।
গ্রেফতার দুই অভিযুক্ত
এরপর বুধবার তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই জানা যায় ওই মহিলা বিবাহিত এবং তাঁর স্বামীও রয়েছেন চারতলার ওই ফ্ল্যাটে। যদিও তল্লাশি অভিযানে কোনও ভারতীয় বৈধ নথি উদ্ধার হয়নি বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে ওই ফ্ল্যাটে কোনও দেশবিরোধী কার্যকলাপ চলছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সবমিলিয়ে আপাতত আতঙ্কিত রয়েছে স্থানীয় বাসিন্দারা