কলকাতা, ১৩ মার্চ: রাজ্যে প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে তার জন্য হেভিওয়েট নেতা,মন্ত্রীদের দিয়ে সভার আয়োজন করছে বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। গত ৭ মার্চ ব্রিগেডে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রথম সভাটি ১৮ মার্চ পুরুলিয়ায়। তারপর ২০ তারিখ খড়গপুর এবং ২২ মার্চ বাঁকুড়ায় সভা করতে আরও একবার রাজ্যে আসবেন। এরপর ২৪ মার্চ কাঁথিতে শুভেন্দু অধিকারীর সমর্থনে জনসভায় বক্তৃতা রাখবেন তিনি।
এর আগে রাজ্য বিজেপির ব্রিগেডে বিজেপিতে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর আগে ডানলপেও জনসভা করে গেছেন তিনি। কৈলাস বিজয় বর্গীয়, নীতিন গডকড়ি, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, প্রকাশ জাভেদকর রাজ্যে এসেছেন বারে বরে। যোগী আদিত্যনাথ আগামিদিনেও যে সভা করতে আসবেন তাও জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে। আরও পড়ুন, বছর ৫০ পর আলিপুর চিড়িয়াখানাতে জন্ম নিল ২ বন্য কুকুর
সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, ১ এপ্রিল মথুরাপুর এবং উলুবেড়িয়ায় জোড়া সভা থাকবে প্রধানমন্ত্রীর। এরপর ৩ এপ্রিল আরামবাগে সভা করবেন। ৬ এপ্রিল যাবেন কোচবিহার এবং সোনারপুরে। এরপর ফের ১০ এপ্রিল রাজ্যে আসবেন। সেদিন শিলিগুড়িতে আসবেন মোদি। এখানেই শেষ নয়, ১২ এপ্রিল কল্যাণী এবং বর্ধমানে ফের জোড়া জনসভা প্রধানমন্ত্রীর। এরপর ১৪ এপ্রিল বারাসত এবং কৃষ্ণনগরে মোদি। তারপর ১৭ এপ্রিল গঙ্গারামপুর এবং ২০ এপ্রিল মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ২২ এপ্রিল আসানসোল এবং মালদায় সভা তাঁর। এর পরদিনই দক্ষিণ কলকাতায় জনসভা করবেন তিনি।