কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২৬-এর নির্বাচনের আগে চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার বঙ্গসফরে এলেন তিনি। তবে পুজোর আগে মোদীর এই সফর কলকাতাবাসীর কাছে বারতি পাওনা। কারণ শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন কলকাতা মেট্রোর সম্প্রসারিত তিন রুটের। উদ্বোধনের কাজ সেরে সেন্ট্রাল জেলের মাঠে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী।

তৃণমূলকে আক্রমণ মোদীর

তিনি এদিন বলেন, “পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে চায় কেন্দ্র। কিন্তু তৃণমূল বিকাশের শত্রু। এরা উন্নতি চায় না। এই দমদম জনবসতিরপূর্ণ একটি এলাকা। শহরের অন্যতম ব্যস্ত এলাকা এই দমদম। এখানের পরিস্থিতি কতটা খারাপ সেটা আপনারা ভালোই জানেন। দেশের এরকম গুরুত্বপূর্ণ জায়গাকে উন্নত করতে স্মার্ট সিটি প্রকল্প চালু করেছে কেন্দ্র। কিন্তু তৃণমূল সরকার এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চায় না। সাধারণ মানুষের অসুবিধা, উন্নয়নে বাধা দেওয়া এসব করে বিজেপিকে আটকাতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রের কোনও প্রকল্প রাজ্যবাসীকে পেতে দিচ্ছে না এই সরকার”।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মোদী

মোদী আরও বলেন, “এরকম রাজনীতি করে কখনই পশ্চিমবঙ্গের ভালো হচ্ছে না। বিজেপি একবার সরকার গড়তে পারলে মেট্রো, রেলে পরিষেবা আরও দ্রুত উন্নত হবে। আমি চাই কলকাতায় ইলেকট্রনিক গাড়ির কারখানা তৈরি হোক। প্রচুর পরিমাণে বিনিয়োগ হোক, যার ফলে যুবসমাজের কর্মসংস্থান হবে”।