পেট্রল-ডিজেল (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১২ জুলাই: আবারও দাম বাড়ল পেট্রলের (Petrol Price Hike)। রেহাই দিয়ে সামান্য কমল ডিজেল (Diesel)। বিধানসভা নির্বাচন মিটতেই সেই যে জ্বালানির দাম বাড়া শুরু হয়েছিল, আজও তা অব্যাহত। আর কত বাড়বে পেট্রল-ডিজেলের দাম? নিরুত্তর কেন্দ্র সরকার। সোমবার লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় (Kolkata) আজ পেট্রলের দাম ১০১ টাকা ৩৫ পয়সা। লিটার প্রতি ১৬ পয়সা কমে ডিজেল বিক্রি হচ্ছে ৯২ টাকা ৮১ পয়সায়।

দেশের ৪ মেট্রো শহরেই ডিজেলের সামান্য দাম কমেছে। এদিকে মহার্ঘ্য পেট্রল। আজ, রাজধানী দিল্লিতে (Delhi) পেট্রল লিটার প্রতি ১০১.১৯ টাকা, ডিজেল প্রতি লিটারে ৮৯.৭২ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইয়ে (Mumbai) পেট্রলের দাম লিটার প্রতি ১০৭.২০ টাকা ও ডিজেল প্রতি লিটারে ৯৭.২৯ পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। চেন্নাইতে (Chennai) পেট্রল প্রতি লিটারে ১০১.৯৩ টাকা ও ডিজেল লিটারপ্রতি ৯৪,২৪ পয়সায় বিক্রি হচ্ছে। আরও পড়ুন, পুরীর জগন্নাথ মন্দিরে শুরু হল রথ টানা, রথযাত্রার নিয়ম আচার পালন করলেন রাজা; দেখুন ভিডিও

ইতিহাসে কোনওদিন এত চড়া দামে বিকোয়নি পেট্রল-ডিজেল। কংগ্রেসের বিরুদ্ধে যে বিজেপি এতদিন পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়াত, তারা এখন নির্বাক। দেশজুড়ে বিভিন্ন জায়গায় জ্বালানির মূল্যবৃদ্ধিতে চলছে বিক্ষোভ। করোনা আবহে জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি এলপিজি গ্যাসেরও দাম বাড়ায় কার্যত দিশেহারা সাধারণ মানুষ। কাজ হারিয়ে বেকারত্ব নেমেছে। বেতন ছাঁটাইয়ের মত অর্থনৈতিকভাবে জর্জরিত কিছু পরিবার, এরই মধ্যে এভাবে মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্তের বেঁচে থাকা দায় হয়ে দাঁড়াচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ও পরিবহণ মূল্যও। কোথা থেকে এই অর্থের যোগান আসবে চিন্তায় আম জনতা।