Photo Credits: ANI

গঙ্গাসাগর: পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে (Sagar Island) শুরু হয়ে গেছে এবছরের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থীরা (devotees) ইতিমধ্যেই পৌঁছে গেছেন সেখানে। আর তাঁদের নিরাপত্তার (safety) দিকে কড়া দৃষ্টিতে নজরদারি চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (National Disaster Response Force) সদস্যরা। তাঁদের কাছে উদ্ধার কার্যের জন্য সমস্ত রকম অত্যাধুনিক সরঞ্জাম থাকার পাশাপাশি মহিলা সদস্যরাও রয়েছেন। আরও পড়ুন: Puri Shankaracharya On Ram Temple: অযোধ্যার রাম মন্দির নিয়ে কী বললেন পুরীর শঙ্করাচার্য! দেখুন ভিডিয়ো

এপ্রসঙ্গে এনডিআরএফ-এর দ্বিতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার পুষ্পেন্দু কুমার বলেন, "এনডিআরএফ-এর পাঁচটি দল সাগর দ্বীপে মোতায়েন করা হয়েছে। এখানে ওই দলের একটা অংশ হিসেবে ২০০ জনের একটি দল রয়েছে। নিরাপত্তা ও নজরদারির জন্য ড্রোন ক্যামেরাও (Drone cameras) ব্যবহার করা হচ্ছে।" আরও পড়ুন: Purulia Sadhu Update: গ্রামের তিনটি মেয়েকে অপহরণের সন্দেহে মারধর করা হয় সাধুদের, ব্যাখা তৃণমূল মন্ত্রীর

দেখুন ভিডিয়ো: