Roopa Ganguly (Photo Credit: Facebook)

কলকাতা, ১৬ ডিসেম্বর:  ঘোর অনিশ্চয়তায় ভুগছেন  বিজেপি নেত্রী রূপা গঙ্গ্যোপাধ্যায়। দল তাঁকে তাড়াতে পারে, এমনই আশঙ্কা করছেন তিনি। কারণ পথ দুর্ঘটনায় নিহত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের পরিবারের পাশে একেবারে সর্বসমক্ষে দাঁড়িয়েছেন। এই ঘটনাই রূপা গঙ্গ্যোপাধ্যায়ের (Roopa Ganguly) উপরে বিজেপির গোঁসা হওয়ার জন্য যথেষ্ট। যাইহোক, প্রয়াত তিস্তাদেবীর স্বামী গৌরব বিশ্বাস কলকাতার আসন্ন পুরভোটে লড়ছেন।আর এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় তাঁর পাশে রয়েচেন বিজেপিনেত্রী। ৮৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হয়েছেন গৌরববাবু। স্ত্রীর মৃত্যুর পরেও সংশ্লিষ্ট ওয়ার্ডে বিজেপির টিকিটে লড়ার সুযোগ পাননি তিনি। এই ঘটনায় কার্যত ক্ষুব্ধ হয়েই নির্দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে গৌরব  বিশ্বাসকে সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন রূপা গঙ্গ্যোপাধ্যায়। আরও পড়ুন- Vijay Diwas 2021: বিজয দিবসে শহিদ বেদীতে প্রধানমন্ত্রী, জ্বালালেন মশাল (দেখুন ভিডিও)

এবার ফের সেকথা মনে করিয়ে দেওযার পাশাপাশি তাঁর আশঙ্কা এজন্য বিজেপি তাঁকে একঘরে করতে পারে। দল থেকে তাড়াতেও পারে। এনিয়ে তিনি বলেছেন, “কার্যকতা এমন একটি পদ যা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। দল আমাকে তাড়িয়ে দিতে পারে, সাসপেন্ড করতে পারে। কিন্তু দলত্যাগ করতে বাধ্য করতে পারে না।” তবে তিনি একা নন, গৌরব বিশ্বাসের বিজেপির টিকিট না পাওয়ার ঘটনায় আরও এক বিজেপি সাংসদকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

এদিকে গৌরব বিশ্বাস নির্দলের টিকিটে যাতে জিতে যান, সেজন্য মাকালীকেও স্মরণ করেছেন রূপা। বলেছেন, মাকালীর কাছে তিনি প্রার্থনা করবেন, এলাকার মানুষ যেন ভোট দিয়ে গৌরবকে জিতিয়ে, তাঁকে মানুষের সেবা করার সুযোগ করে দেয়।