কলকাতাঃ কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) বারবার জামিনের আবেদন করেও কাজ হচ্ছিল না। এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। সোমবার এই মামলার শুনানিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট(Supreme Court)। পার্থর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ জানায়,পার্থর জামিনের মামলা নিম্ন আদালতকে দ্রুততার সঙ্গে শুনতে হবে। ১০ দিন পর এই মামলার পরবর্তী শুনানি। গত ১৩ সেপ্টেম্বর শীর্ষ আদালতে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী মুকুল রোহতগিরের বক্তব্য ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তাতে সর্বোচ্চ ৭ বছর সাজা হতে পারে। কিন্তু সেই অভিযোগ প্রমাণ না হওয়ার আগেই তিনি ২ বছর ধরে জেলে রয়েছেন। তাই তাঁকে দ্রুত জামিন দেওয়া হোক। আইনজীবীর এই আর্জির পরিপ্রেক্ষিতেই এ বার দ্রুত মামলা শোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। হেভিওয়েট নেতার বাড়ি এবং ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার মুখোপাধ্যায়কে।
অনুব্রতর মতোই জেলমুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর?
Supreme Court issues seeks response of ED in bail plea of former West Bengal Education Minister Partha Chatterjee in money-laundering case connected to School Jobs for Cash Scam.#SupremeCourtOfIndia #SupremeCourt @dir_ed pic.twitter.com/OSr9cB6zBb
— Bar and Bench (@barandbench) October 1, 2024