গল্ফগ্রিনের ভ্যাট থেকে মহিলার কাটামুণ্ডু উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত আতিকুর লস্কর জেরার মুখে জানিয়েছেন যে খাদিজা বিবির দেহ তিন টুকরোতে ভাগ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। আর তারপরেই রিজেন্ট পার্ক এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল মহিলার দেহাংশ। জানা যাচ্ছে, কলোনি এলাকা থেকে উদ্ধার হয়েছে মহিলা দুটি পা। যদিও এখনও বাকি দেহাংশের হদিশ পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, বাকি অংশগুলি রিজেন্টা পার্ক এলাকাতেই রয়েছে। শুক্রবার রাতে গল্ফগ্রিন, রিজেন্ট পার্ক ও নেতাজিনগর থানার পুলিশ মিলিতভাবে এসআইটি গঠন করার পরেই তদন্তে গতি এসেছে।
অন্যদিকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করছেন ডিসি (এসএসডি) বিদিশা কলিতা ও লালবাজারের হোমিসাইড বিভাগ। পুলিশসূত্রে খবর, প্রথমে ওই মহিলার মাথায় আঘাত করা হয়। পরে শ্বাসরোধ করে খুন নিশ্চিত করা হয়। এরপর দেহটি তিনটি ভাগে কাটে আতিকুর। তারপর দেহ লোপাটের জন্য গল্ফগ্রিণের গ্রাহমস রোডের আবর্জনার স্তুপে প্যাকেটে মুড়ে মাথাটি ফেলে দেওয়া হয়। এবং বাকি দেহাংশ রিজেন্ট পার্কে ফেলা হয়।
এদিন মোবাইলের টাওয়ার লোকেশন দেখে গ্রেফতার করা হয়ছিল আতিকুরকে। প্রথমে জিজ্ঞাসাবাদে সে খাদিজা বিবিকে চিনত বলে জানায়। এমনকী সে তাঁকে কলকাতা পরিচারিকার কাজ দিয়েছিল বলে দাবি করে। তবে পরে আধিকারিকদের সন্দেহ হওয়ায় আবারও জেরা করলে ভেঙে পড়ে। তারপরই সে জানায় আতিকুর ওই মহিলার ভগ্নিপতি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয় তাঁকে।