
বিগত কয়েকমাসে বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারী এদেশে ঢুকে জাল নথিপত্র বানিয়ে ফেলছে। যদিও এই নিয়ে সীমান্তে বিএসএফ ও রাজ্যের পুুলিশ প্রশাসন কড়া হাতে দমন করছে। বিশেষ করে বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা জান নথিপত্র বানাচ্ছে, সেই চক্রের একাধিক অপরাধীকে গ্রেফতার করছে পুলিশ। মাসখানেক আগেই বারাসত, এবং গত জানুয়ারি মাসে চন্দননগর থেকে গ্রেফতার হয়েছিল কয়েকজন। যারমধ্যে রয়েছেন এই চক্রের কিংপিনও। এবার চন্দননগরের সূত্র ধরেই শিয়ালদহ (Sealdah) থেকে গ্রেফতার বাগুইআটি এলাকার এক ব্যক্তি।
শিয়ালদহ থেকে গ্রেফতার এক
জানা যাচ্ছে, ধৃত ব্যক্তির নাম ত্রিদীপ মণ্ডল, বাগুইআটি জ্যাংড়া এলাকার বাসিন্দা। কয়েকদিন আগেই চন্দননগর থেকে যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের জেরা করেই ত্রিদীপের হদিশ মেলে। ধৃত ব্যক্তি তাঁদের এজেন্ট ছিল। এদিন শিয়ালদহ স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। পুলিশসূত্রে খবর, ত্রিদীপ একই আধার নম্বর দিয়ে একাধিক পাসপোর্ট বানিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছিল।
জাল পাসপোর্টের মাধ্যমে দেশে ছড়িয়ে পড়ছে বাংলাদেশিরা
এই ঘটনায় এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ। প্রসঙ্গত, এই জাল পাসপোর্ট চক্রের একাধিক কিংপিন বিগত কয়েকমাসে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হয়েছে। তাঁদের কীর্তির জন্যই রাজ্যে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে পড়েছে এরা।