মঙ্গলবার ছিল দোলযাত্রা (Dolyatra) এবং আজ হোলি (Holi)। এদিকে আজ শবেবরাতও রয়েছে।যে কোনও উৎসবের মরশুমেই কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে শহরজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে. তাই এই উৎসবের মরশুমের তাই প্রস্তুতিতে কোন খামতি রাখছে না কলকাতা পুলিশও (Kolkata Police)। দোল ও হোলি উপলক্ষে শহরে ২ হাজার ৭০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে এবং শবেবরাতের জন্যও মোতায়েন থাকছে ১ হাজার ৩০০ পুলিশ কর্মী। দোল বা সবেবরাতের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নিয়ে রাখছে কলকাতা পুলিশ। দোল ও হোলি উপলক্ষে নজরদারির জন্য থাকছেন ২৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার এবং সবেবরাতের সময় নজরদারির জন্য থাকছেন ৩জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক।
দোলের সকাল থেকেই শুরু হয়ে পুলিশের নজরদারি চলবে বুধবার হোলির দিন পর্যন্তও। শুধু সকাল বেলাতেই নয়, রাতেও চলবে পুলিশের নজরদারি। প্রস্তুত রাখা হচ্ছে পিসিআর ভ্যান, HRFS টিমও।
গতকাল নাগরিকদের সঙ্গে অভব্য আচরণের জন্য ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন অংশ থেকে ২১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অবৈধ ভাবে বিক্রি হওয়া ২৮ লিটার মদও বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে।
As many as 212 persons were arrested from various parts of #Kolkata over inappropriate behaviour during the #Dolyatra festival, police said on Wednesday. The police have also seized 28 liters of liquor on the occasion.
— Abdulkadir/ अब्दुलकादिर (@KadirBhaiLY) March 8, 2023