বুদ্ধদেব ভট্টাচার্য (Photo Credits: Social Media)

কলকাতা, ২ জুন: আজ হাসপাতাল থেকে সস্ত্রীক বাড়িতে ফিরতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)৷ মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানা গেছে, বাইপ্যাপের সাহায্যে অক্সিজেন নিচ্ছেন বুদ্ধদেব৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫৷ খাওয়াদাওয়া করছেন, কথাও বলছেন৷ অন্যান্য কোনও শারীরিক জটিলতাও নেই৷ দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেবকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী ডাক্তারবাবুরা, জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরবর্তী চিকিৎসা বাড়িতে থেকেই করা যেতে পারে৷ প্যানিক অ্যাটাকের কারণে ওই হাসপাতালেই ভর্তি আছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য৷ তাঁকেও আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে৷ সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের খবর জানতে উদগ্রীব বুদ্ধবাবুর জন্য আইসিইউ-তে চলেছে নিউজ চ্যানেল৷  আরও পড়ুন-West Bengal Weather Update: আকাশজুড়ে মেঘ রোদ্দুরের খেলা, আজও ভিজবে রাজ্য

গত ১৮ মে করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে কোভিড পজিটিভ রিপোর্ট আসে স্ত্রী মীরা ভট্টাচার্যেরও৷ তবে মারণ রোগের কবলে পড়েও হাসপাতালে যেতে নারাজ ছিলেন বুদ্ধদেব৷ বাড়িতে চলছিল চিকিৎসা৷ এদিকে শ্বাসের সমস্যা হওয়ায় মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর শারীরিক পরিস্থিতি যখন উন্নতির দিকে এগোচ্ছে তখন নিদারুণ অসুস্থ হয়ে পড়েন বুদ্ধবাবু৷ তড়িঘড়ি পাম অ্যাভিনিউর বাড়ি থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ ধীরে ধীরে সুস্থ উঠছেন তিনি৷