কলকাতা, ৭ অক্টোবর: বিজেপির আহত সাংসদ খগেন মুর্মুকে (BJP MP Khagen Murmu) দেখতে মঙ্গলবার হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতালে গিয়ে বিজেপি সাংসদের সঙ্গে কথা বলেন তাঁর খোঁজ খবর করেন মুখ্যমন্ত্রী। যে ভিডিয়ো এবং খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।
শত বিরোধ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী যেভাবে খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে ছুটে যান, সে বিষয়ে মুখ খোলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, তৃণমূল কংগ্রেস সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। তাইতো, মখ্যমন্ত্রী হাসপাতালে ছুটে গিয়েছেন বিজেপি সাংসদকে দেখতে।
দেখুন কী লিখলেন কুণাল ঘোষ...
খগেন মুর্মূকে দেখতে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় @MamataOfficial । এর নাম তৃণমূল কংগ্রেস। মানুষের ক্ষোভের জন্য বিজেপিই দায়ী। কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশে শারীরিক আক্রমণ তৃণমূল সমর্থন করে না। নিন্দা করে। আমরা খগেনবাবুর আরোগ্য কামনা করি। সঙ্গে প্রশ্ন, ত্রিপুরায়… pic.twitter.com/o24EIHYnKK
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 7, 2025
পাশাপাশি খগেন মুর্মুর আরোগ্য কামনা করে কুণাল ঘোষ আরও বলেন, মানুষের ক্ষোভের জন্য বিজেপি দায়ি। সেই সঙ্গে 'ক্ষোভের বহিঃপ্রকাশে শারীরিক আক্রমণ তৃণমূল সমর্থন করে না' বলেও জানান কুণাল ঘোষ।
তৃণমূল কংগ্রেস সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে বলেই খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বক্তব্যের পাশাপাশি ত্রিপুরার প্রসঙ্গ তোলেন কুণাল ঘোষ।
তৃণমূল নেতা বলেন, 'ত্রিপুরায় তৃণমূলের নেতাকর্মীদের উপর বিজেপির আক্রমণ ভুলে গেলেন নাকি? আর সিপিএম জমানায় মমতাদির উপর বারবার আক্রমণ? তারপরেও এই ছবিটি প্রমাণ করে দিচ্ছে তৃণমূল আলাদা। মমতাদি অহিংসা, শান্তির পক্ষে। তিনি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী।'
সবকিছু মিলিয়ে খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী যে বাংলা তথা দেশের রাজনীতিতে নতুন করে সৌজন্য দেখালেন, তা ফের প্রমাণিত।
প্রসঙ্গত উত্তরবঙ্গ যখন বন্যা (North Bengal Flood) এবং ধসে বিপর্যস্ত সেই সময় সেখানে গিয়ে হামলার মুখে পড়েন শঙ্কর ঘোষ, খগেন মুর্মুরা। রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে হাসপাতালে ভর্তি করা হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়। বিজেপি নেতাদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীও তার পালটা ট্যুইট করেন। এসবের মাঝে মঙ্গলবার সকালেই উত্তরবঙ্গে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বলে জানান রিজিজু।