Mukul Roy: 'মুকুল রায়কে মানুষ বিশ্বাস করেন না', কটাক্ষ অর্জুনের
মুকুল রায়, অর্জুন সিং, ছবি এএনআই

নৈহাটি, ১১ জুন: শুক্রবার মুকুল রায়(Mukul Roy) ফিরে গেলেন তৃণমূল কংগ্রেসে। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফের নতুন করে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে মুখ খুললেন অর্জুন সিং (Arjun Singh)।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে (TMC) যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়, সেই সময় মুকুল রায়ের সঙ্গে তাঁর মন কষাকষি শুরু হয়। ওই সময় বিজেপিতে চলে আসেন মুকুল রায়। বিজেপিতে থাকার পর এবার ফের তৃণমূলে চলে গেলেন মুকুল। মানুষ ওঁকে বিশ্বাস করেন না। মুকুল রায় আয়ারাম গয়ারামের রাজনীতিতে বিশ্বাস করেন। যখন যেখানে সুবিধা, তখন তিনি সেখানে চলে যান বলেও মন্তব্য করেন অর্জুন সিং।

আরও পড়ুন: Mukul Roy: 'চমকে, ধমকে', এজেন্সি দেখিয়ে বিজেপিতে নেওয়া হয় মুকুলকে, বললেন মমতা

পাশাপাশি তিনি আরও বলেন, মুকুল রায় কখনও জনগণের নেতা ছিলেন না। এসি ঘরে বসে কখনও রাজনীতি হয় না। মানুষ মুকুল রায়কে বিশ্বাস করেন না। তৃণমূলে গিয়ে বিজেপির (BJP) সমস্ত ভিতরের খবর সেখানে পাচার করবেন। দল বদলের পর বিরোধীরা যদি আপনার পরিকল্পনা জেনে যায়, তার মানে আপনি পরাজিত হয়েছেন বলে কটাক্ষ করেন অর্জুন সিং।