প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যখনই পশ্চিমবঙ্গে (West Bengal) আসেন, তখনই এ রাজ্যের মানুষ বিশেষভাবে উপকৃত হন। বাংলার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিশেষ সম্পর্ক রয়েছে। এবার এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিক (Nisith Pramanik )। প্রধানমন্ত্রী মোদী যে উজ্জ্বলা যোজনায় গ্যাসের সিলিন্ডারের মূল্য কম করেছেন, তার জন্যও ধন্যবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোরদার কটাক্ষ করেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, সন্দেশখালির ঘটনার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পশ্চিমবঙ্গকে মহিলাদের জন্য নিরাপদ জায়গা হিসেবে দাবি করেন, সে বিষয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী।
শুনুন কী বললেন নিশীথ প্রামাণিক...
#WATCH | Siliguri, West Bengal: Union Minister Nisith Pramanik says, "I would like to thank PM Modi, firstly for the Ujjwala Yojna and also for today's special surprise (reducing LPG cylinder prices) for the women... It's an irony that Mamata Banerjee on Women's Day says that… pic.twitter.com/9brdywIpvk
— ANI (@ANI) March 8, 2024