TMC Appoint Prashant Kishor: ২৪ এর লোকসভা থেকে ২৬-এর বিধানসভা, প্রশান্ত কিশোরকেই চাইছে তৃণমূল
মমতাকে পরামর্শ প্রশান্ত কিশোরের। (Photo Credits: PTI)

কলকাতা, ১৫ জুন: ২০২১-এর বিধানসভা ভোট বৈতরণী পেরোতে পিকেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভরসা৷ একথা আজ সর্বজন বিদিত৷ গত ২ মে যেদিন ফল প্রকাশ হল সেদিনই ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ঘোষণা করেছিলেন, তিনি আর এই পেশায় থাকছেন না৷ বলা বাহুল্য, তারপরে জানা যায় ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা নির্বাচন উপলক্ষে মুখ্যমন্ত্রী তথা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন পিকে৷ তবে বাংলার শাসকদল এখনো প্রশান্ত কিশোরের প্রশৎসায় পঞ্চমুখ৷ তাই তাঁর সংস্থা আইপ্যাককে কোনওভাবেই ছাড়তে নারাজ তৃণমূল৷ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটকুশলীর ভূমিকা পালন করুন পিকে৷ একুশের জয়ের ধারা অব্যাহত রাখতে এখনই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির৷  আরও পড়ুন-Telangana Shocker: মূক-বধির তরুণীকে বারংবার ধর্ষণ, আয়নায় তোলা হল ভিডিও

যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আইপ্যাকের মালিক৷ একসময় পিকের নির্দেশিত পথে চলতে গিয়ে তৃণমূলের অন্দরে বেশকিছু দ্বন্দ্বের মুখে পড়তে হয়েছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ পিকের বক্তব্যের সঙ্গে একদা তৃণমূলী শুভেন্দু অধিকারী একেবারে “আদায় কাঁচকলায়” সম্পর্ক তৈরি হয়৷ সে যাইহোক কোনও পরিস্থিতিতেই ভোটকুশলীর পরামর্শকে হালকা ভাবে নেননি মা মাটি মানুষের নেত্রী৷ তাইতো বিজেপির মতো হার্ডলকে পেরিয়ে ফের জয় ছিনিয়ে নিয়েছেন৷ ফল ঘোষণার পর থেকে তৃণমূলের যেন পৌষমাস চলছে৷ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর ঘরে ফিরেছেন মুকুল রায়৷

এমতাবস্থায় জয়ের আনন্দে ভেসে গিয়ে লালবাড়ি দখলের অঙ্গীকারকে ভুলতে নারাজ তৃণমূল৷   তাই আগেভাগেই আইপ্যাকের সঙ্গে বায়না সেরে রাখতে বদ্ধপরিকর দলীয় নেতৃত্ব৷ অন্যদিকে ২০১৭-তে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে তেমন পাত্তা দেননি অমরিন্দর সিং৷ সেসময় উত্তরপ্রদেশের কংগ্রেস ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও পিকের খটাখটি লেগেছিল৷ অমরিন্দর সিং আবার প্রশান্ত কিশোরের ঠিক করে দেওয়া কৌশলেও ছাঁটকাট করতেন৷ তবে তিনি পিকে-য় মজে আছেন সম্পূর্ণভাবে৷ তাইতো পশ্চিমবঙ্গে নির্বাচনী ফল প্রকাশের আগেি তাঁকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করেছেন৷