প্রতীকী ছবি (ফাইল ফটো)

নিউটাউনে (Newtown) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত। যদিও ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে একাধিক সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে জগৎপুর এলাকায় তরুণীর গতিবিধি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই ফুটেজগুলিতে দুই যুবককেও দেখা গিয়েছে। যদিও এই যুবকরা কে বা কারা ছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা। সেই সঙ্গে ওই যুবকদের মধ্যে যাতে একজনেরও খোঁজ পাওয়া যায় সেই জন্য জগৎপুর, বাগুইআটি, কেষ্টপুর সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

যৌনাঙ্গে মিলেছে আঘাতের চিহ্ন

পুলিশসূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যার মধ্যে জানা যাচ্ছে, যৌনাঙ্গে রয়েছে আঘাতের চিহ্ন। এছাড়া বুকে রয়েছে নখের চিহ্ন। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে ওই নাবালিকাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। তবে এটা ধর্ষণ নাকি গনধর্ষণের ঘটনা সেই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি তদন্তকারীরা।

নিউটাউন থেকে উদ্ধার নাবালিকার দেহ

প্রসঙ্গত, গত শুক্রবার নিউটাউনের লোহার গেট সংলগ্ন এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার হয়েছিল এক তরুণীর অর্ধনগ্ন দেহ। স্থানীয় বাসিন্দারাই দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে উদ্ধার করে দেহ। যদিও তাঁকে ওইখানেই ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে দেহ ওই এলাকায় ফেলে গিয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।