মালদা: মালদার (Malda) কালিয়াচকে ঘটে যাওয়া ধর্ষণের (Kaliachak rape case) ঘটনায় রাজ্যকে ফের নতুন নোটিস (new notice) পাঠাচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকেশন অফ চাইল্ড রাইটস (National Commission for Protection of Child Rights) বা এনসিপিসিআর (NCPCR)। পুরো বিষয়টির মধ্য়ে কিছু অসংগতি রয়েছে বলেও শুক্রবার জানালেন এনসিপিসিআর-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো (Priyank Kanoongo)।
এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা কালিয়াচকে ধর্ষিত হওয়া মেয়েটির মায়ের সঙ্গে দেখা করেছি। এফআইআর (FIR), ময়নাতদন্তের রিপোর্ট (postmortem report) ও তদন্তকারী আধিকারিকের বক্তব্য (statement of IO) আর নির্যাতিতার পরিবারের বক্তব্যের মধ্যে অসংগতি (contradictions) রয়েছে। এর ফলে এই মামলায় যুক্তিপূর্ণ কোনও শেষ (logical conclusion) দেখতে পাচ্ছি না আমরা। কোথায় ফাঁক (gaps) রয়েছে তা শনাক্ত করতে পেরেছি আমরা। তাই এই বিষয়ে আমরা নতুন একটি নোটিস ইস্যু করব।" আরও পড়ুন: WB Primary Education: ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Malda, West Bengal | We met the mother of the victim in the Kaliachak rape case. The FIR, postmortem report & the statement of IO & the victim's families have contradictions. Thus we can't take the case to a logical conclusion. We have identified the gaps. We will issue a new… pic.twitter.com/JUlIGPWNcr
— ANI (@ANI) May 12, 2023