Narendra Modi to Visit West Bengal: আগামী ২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; উদ্বোধন করবেন দক্ষিনেশ্বর-নোয়াপাড়া মেট্রোর
নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: নির্বাচনের আগে আগামী ২২শে ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জলসম্পদ প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তাঁর। ডানলপে সভা করবেন তিনি। পাশাপাশি উদ্বোধন করবেন দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো (Dakshineshwar-Noapara Metro) পথের। সরকারি দু'টি প্রকল্পের উদ্বোধনকে হাতিয়ার করে বিজেপির হয়ে প্রচার করবেন তিনি।

জানা যাচ্ছে ১৮ তারিখের আগে রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে তার আগে ফের প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ফের সরগরম হবে রাজ্য রাজনীতি। বহু প্রতীক্ষার পর অবশেষে চালু হবে দক্ষিনেশ্বর মেট্রো। যদিও এর ট্রায়াল হয়ে গিয়েছিল অনেক আগেই। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে দিয়ে সূচনা করার পরই চালু করার অপেক্ষা হচ্ছিল। মেট্রোর আনুষ্ঠানিক সূচনা হলে রাজনৈতিক দিক থেকে তা হাতিয়ার করতে পারে বিজেপি বলে রাজনৈতিক মহলের ধারণা। আরও পড়ুন, করোনায় অনুদানে টান, কেরালা সরকারকে ১১.৭ কোটি টাকা দিতে অপারগ পদ্মনাভস্বামী মন্দির

গত ৭ই ফেব্রুয়ারি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে বিপিসিএলের এলপিজি টার্মিনালের উদ্বোধন করেন। ধোবি দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইনের উদ্বোধনও করেন তিনি। হলদিয়ার রানীচকে একটি রেল ওভারব্রীজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিজেপি হাইকমান্ডের আনাগোনা রাজ্যের বিভিন্ন প্রান্তে।