কলকাতা, ১ মার্চ: ২ দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলারয় ২ দিনের সফরে হাজির হয়ে তৃণমূল সরকারকে (TMC) নিশানা করেন প্রধানমন্ত্রী। শুক্রবার আরামবাগের একটি জনসভায় হাজির হয়ে মোদী বলেন, তৃণমূল কংগ্রেস সরকার দরিদ্র, কৃষক, যুবক এবং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বড় বাধা।
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী...
#WATCH | "TMC government is the big hurdle in the empowerment of poor, farmers, youth and women...," says PM Modi addressing a public rally in West Bengal's Arambagh. pic.twitter.com/cnDYNdjvIP
— ANI (@ANI) March 1, 2024
এসবের পাশাপাশি রাজ্যে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সন্দেশখালির প্রসঙ্গওউঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, 'মানুষের কথা বলা তৃণমূল সরকার সন্দেশখালির মা, বোনেদের সঙ্গে যা করেছে,তা দেখে তিনি দুঃখিত।' পাশাপাশি সন্দেশখালির ঘটনা নিয়ে ইন্ডিয়া জোট কেন চুপ করে রয়েছে, আরামবাগের সভা থেকে সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।