কলকাতা, ১৮ জুন: নন্দীগ্রামে ভোটের ফলাফল নিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জনপ্রতিনিধিত্ব মূলক আইনে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে৷ শুক্রবার বেলা ১১টায় ছিল শুনানি৷ তবে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির জেরে পিছিয়ে গেল শুনানি (Nandigarm Case Hearing)৷ আগামী ২৪ জুন বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷ এদিন হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ওঠে মামলাটি৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকা আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান মুখ্যমন্ত্রী এজলাসে হাজির থাকতে পারবেন কি না৷ কারণ নির্বাচনী মামলায় আবেদনকারীকে আদালতে হাজির থাকতে হবে৷ নাহলে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে না৷ এর জবাবে আইনজীবী জানান, সমস্ত নিয়ম মানা হবে৷ আরও পড়ুন-COVID-19 Strain 'Lambda': ২৯টি দেশে ভয় ধরাচ্ছে করোনার নতুন প্রজাতি ‘ল্যাম্বডা’, চিন্তিত WHO
বিনাযুদ্ধে মাটি ছাড়বেন না তিনি৷ তাই বিধানসভা ভোটের ফলাফলের দেড় মাসের মধ্যেই নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)৷ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১৯০০-র সামান্য বেশি কিছু ভোটে হারার পরে তিনি আদালতে যাওয়ার বিষয়টি ঘোষণা করেন৷ সেই নিয়ম মেনেই ১৭ তারিখের আগে আদলতে মামলা দায়ের হয়েছে৷ জনপ্রতিনিধিত্ব মূলক আইনে এই মামলা রুজু করা যায়, তা জানিয়েছেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়৷ নিয়ম মেনেই মামলা করেছেন মুখ্যমন্ত্রী৷ আজ শুক্রবার বেলা ১১ টা নাগাদ কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে শুনানি স্থগিত হয়ে গেল৷