রবিবার থেকে হাওড়া শাখায় একাধিক লোকাল ও দুরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্বরেল (Eastern Railways) কর্তৃপক্ষ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া-আরামবাগ শাখার একাধিক ট্রেন। এছাড়া দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, গয়া-কামাক্ষ্যা সাপ্তাহিক এক্সপ্রেস, নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস, মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বন্ধ থাকবে। এছাড়া আংশিক বন্ধ থাকবে হাওড়া-চম্বল-মথুরা ও মথুরা-চম্বল-হাওড়া এক্সপ্রেসও বন্ধ থাকবে। ফলে এই কয়েকমাস দুর্ভোগের শিকার হতে চলেছেন অসংখ্য যাত্রী। তাই টিকিট কাটার আগে ট্রেন বাতিল থাকছে কিনা, তা আগে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
তবে আচমকাই এই সিদ্ধান্ত কেন নেওয়া হল এই প্রশ্ন অনেকের মধ্যেই উঠছে। জানা যাচ্ছে, কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। ফলে ট্রেন দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েইছে। তাই এই সময় পর্যন্ত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল ইস্ট্রার্ন রেল কর্তৃপক্ষ। এছাড়া তারকেশ্বর-বহিরাখণ্ড অংশে ব্রিজ মেরামতির কারণে ওই লাইনে ট্রেন বন্ধ থাকবে। পাশাপাশি বেশিরভাগ রুটে রেল লাইনের বেশকিছু কাজও রয়েছে বলে জানা গিয়েছে।