কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের (Sushanta Ghosh) ওপর হামলার ঘটনায় ধৃত হামলাকারীদের মধ্যে যুবরাজ সিংয়ের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও, তাঁর আরেক সঙ্গী লক্ষণের সঙ্গে থাকা অস্ত্রের হদিশ পেতে কালঘাম ছুটছিল কলকাতা পুলিশের দুঁদে অফিসারদের। অবশেষে শনিবার বন্ডেল গেট এলাকায় একটি পরিত্যক্ত আবর্জনা ফেলার এলাকায় মাটি খুঁড়তেই উঠে আসল তাঁরও অস্ত্র। জানা যাচ্ছে, একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছ। জানা যাচ্ছে লক্ষণকে জেরা করেই মিলেছে এই অস্ত্রগুলি।
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের কসবায় বাড়ির সামনে দুই দুষ্কৃতি বাইকে করে এসে হামলার চেষ্টা করে। অভিযোগ, একজন বাইক থেকে নেমে সুশান্তর সামনে এসে বন্দুকের ট্রিগার চেপে। কিন্তু কোনও কারণে যান্ত্রিক ত্রুটি হওয়ার ফলে বন্দুক থেকে গুলি বেরোয় না। কার্যত বরাতজোরে বেঁচে যান সুশান্ত। আর তারপরেই তাঁর সঙ্গী সাথিরা ধরে ফেলে আততায়ীকে। বিপদ বুঝে আরেকজন স্কুটি নিয়ে চম্পট দেয়। এই ঘটনার তদন্তে নেমে পরবর্তীকালে আততায়ী যুবরাজ বাদে মূল ষড়যন্ত্রকারী আফরোজ খান ওরফে গুলজার, ট্যাক্সিচালক আহমেদ আলি, ফুলবাবু, আলি ও লক্ষণকে গ্রেফতার করেঠছিল পুলিশ।