কলকাতা, ১৮ জুলাই: ফের আইনি জটিলতার মাঝে ফাঁসলেন হাসিন জাহান। ডালিয়া খাতুন নামে এক মহিলা মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী (বিচ্ছেদের মামলা দায়ের করা হয়েছে) হাসিন জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যেখানে হাসিন জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ করেন ডালিয়া খাতুন। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। এর আগে হাসিন জাহান (Hasin Jahan) সংশ্লিষ্ট মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে খবর।
ঘটনার সূত্রপাত কী নিয়ে?
বীরভূমের সিউড়িতে এক জমি নিয়ে হাসিন জাহান এবং তাঁর প্রতিবেশী ডালিয়া খাতুনের মাঝে গন্ডগোলের সূত্রপাত হয় বলে খবর। হাসিন জাহান যখন মেয়ে আইরার নামাঙ্কিত একটি জমিতে নির্মাণ শুরু করেন, সেই সময় সেখানে আপত্তি জানান ডালিয়া খাতুন। ওই মহিলার দাবি, সংশ্লিষ্ট জমিটি বিতর্কিত। তাই তিনি হাসিন জাহানের নির্মাণে বাধা দেন। বিতর্কের মাঝে হাসিন জাহান ওই মহিলার গায়ে হাত তোলেন বলে অভিযোগ। যা নিয়ে দুজনের মাঝে গণ্ডগোল শুরু হয় বলে জানা যায়।
দেখুন সেই ভিডিয়ো যেখানে হাসিন জাহানের সঙ্গে ডালিয়া খাতুনের গণ্ডগোল হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়...
Md. Shami ex-wife, Hasin Jahan, was caught on camera raising her hands on a neighbour in a Kalesh
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 16, 2025
এর আগে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের বিবাদ আদালত পর্যন্ত পৌঁছয়। শামি এবং জাহানের বিবাদের মাঝে আদালত হস্তক্ষেপ করলে, স্ত্রীকে ৪ লক্ষ টাকা করে খোরপোষ ক্রিকেটারকে দিতে বলে রায় দেওয়া হয়। ওই সময়ও হাসিন জাহান ক্ষোভ উগরে দেন শামির বিরুদ্ধে।
২০১৮ সালে মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের বিচ্ছেদের মামলা দায়ের হয়। বিয়ের পর ৪ বছর সংসার করে বিচ্ছেদের পথে হাঁটেন শামি এবং হাসিন জাহান। ওই সময় মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগেও সরব হন হাসিন জাহান।