Madan Mitra: গরুর গাড়ি চেপে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিধায়ক মদন মিত্রের, দেখুন ভিডিও
মদন মিত্র

কলকাতা, ৮ জুলাই: করোনাকালে প্রতিদিন লাগামহীনভাবে বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। চার মেট্রো শহরে ইতিমধ্যে সেঞ্চুরি পেরিয়েছে জ্বালানির দাম। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির অনবদ্য প্রতিবাদে নামেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বাইসাইকেল এবং গরুর গাড়ি চেপে জ্বালানির দামের প্রতিবাদ জানান। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন। "১০০ টাকা পেট্রলের দাম মানে বিজেপির কফিনে পেরেক পড়েছে", বলেও কটাক্ষ করেন মদন।

আগামী ১০ এবং ১১ জুলাই রাজ্যজুড়ে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল করবে বলে আগেই জানিয়েছে তৃণমূল। করোনাবিধি মেনেই প্রতিবাদ হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সারা দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।

আরও পড়ুন, সেঞ্চুরির পরেও অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি, কলকাতায় আজ পেট্রলের দাম ১০০.৬২ টাকা

বুধবারই কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১০০ ছাড়িয়েছিল। আজ, বৃহস্পতিবার, আরও বাড়ল দাম। কার্যত জ্বালানির জ্বালায় জ্বলছে দেশবাসী। এদিন, কলকাতায় ৩৯ পয়সা বেড়ে পেট্রলের দাম হল লিটার প্রতি ১০০ টাকা ৬২ পয়সা। ডিজেলের (Diesel Price) দাম বেড়ে হল ৯২ টাকা ৬৫ পয়সা।

বাদ নেই দিল্লি, মুম্বই, চেন্নাইও। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৯ পয়সা বেড়েছে। সেখানে পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০০.৫৬ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৬২ টাকা। মুম্বইতে গত ২৯ জুনই ১০০ ছাড়িয়েছে পেট্রলের দাম। এখানে পেট্রলের দাম ১০৬.৫৯ টাকা। ডিজেলের দাম লিটারে ৯৭.১৮ টাকা। চেন্নাইতেও দিন কয়েক আগে পেট্রলের দাম সেঞ্চুরি পার করেছে। আজ, সেখানে পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০১.৩৭ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.১৫ টাকা। বেঙ্গালুরু, হায়দেরাবাদ, ভুবনেশ্বরে আগেই ১০০ ছাড়িয়েছিল পেট্রলের দাম।